ওয়েব ডিজাইন শুরু করার আগে আপনার ল্যাপটপ বা ডেক্সটপে কিছু কাজ করে নিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে তা হল, ফাইলের Extension show করিয়ে নিতে হবে। সাধারণত Extension hide করা থাকে। ল্যাপটপ বা ডেক্সটপের Folder নামক অপশনে গিয়ে view তে ক্লিক করে Hide extension থেকে টিক চিহ্নটি উঠিয়ে Apply বাটনে ক্লিক করে দিন। Folder অপশনটি উইন্ডোজ ৭, ৮ সহ সব ভার্সনেই আছে। Extension কি? Extension একটা ফাইল কোন ফরম্যাটের সেটা নির্দেশ করে। mp3, mp4, avi, .htm, .html, css এগুলো প্রত্যেকটাই হল Extension এর উদাহরণ। Extension show করা কি জরুরী? Extension show করাটা জরুরী এজন্যে যে এটা না করা থাকলে বুঝা যাবেনা এটা কি ধরনের ফাইল। যেমন আমরা যদি কোন গানের নামের শেষে mp3 বা mp4 লেখা দেখি তাহলে সহজেই বলে দিতে পারব যে এটা কি ধরনের ফাইল। Root Folder কি? ওয়েব ডিজাইন শুরু করার আগে একটা Folder তৈরি করে নিলে ভাল হয়। এর ভেতরেই আমরা আমাদের যাবতীয় html, css, js, images গুলো আলাদা আলাদা Folder বানিয়ে জমা রাখতে পারব। এতে করে কোডগুলো একটা নির্দিষ্ট জায়গাতে পাওয়া যাবে। এই আলাদা আলাদা Folder...