class 2 HTML Skletonz


একটি html ফাইল দুইটা অংশে বিভক্ত থাকে। প্রথমটা হচ্ছে head আর দ্বিতীয়টা হচ্ছে body
head ট্যাগের ভিতরে যা থাকে তার কিছুই ব্রাউজার show করেনা। head ট্যাগের ভিতরে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। ধীরেধীরে আমরা এ বিষয়ে জানব।
body ট্যাগের ভিতরে যা থাকে সেটাই ব্রাউজার show করে।

html এই পর্যন্ত পাঁচটি ভার্সন এসেছে। আমরা এখানে html এর সর্বশেষ ভার্সন html5 শিখব। পরের পর্ব থেকে html coding শুরু করা হবে।

Comments

Popular posts from this blog

Class 1: HTML tag, attribute, value কি?

HTML কি?

ওয়েব ডিজাইন শুরু করার আগে কিছু করণীয়