Class 1: HTML tag, attribute, value কি?
উপরে উল্লিখিত প্রত্যেকটা শব্দই হল এক একটা ট্যাগ। এই ট্যাগগুলো ছাড়াও html এ আরো অনেক ধরনের ট্যাগ রয়েছে। যেমন heading লিখার জন্য h1, h2, h3, h4, h5, h6, paragraph লিখার জন্য p ট্যাগ রয়েছে। সামনের ক্লাসগুলোতে আমরা ট্যাগ স্বমন্ধে আরো জানতে পারব।
attribute ও value কি?
attribute হল কিছু সংযোজিত তথ্য যা opening tag এর ভিতরে লেখা হয়ে থাকে। আমরা যদি attribute এর বাংলা অনুবাদ করি তাহলে এর অর্থ দাঁড়াই গুণ, ধর্ম, লক্ষণ, আচরণ। একটি ট্যাগ কেমন আচরণ করবে attribute সেটাই নির্দেশ করে।
value কি? attribute এর পরে সংযোজিত তথ্য হিসেবে যা থাকে সেটাই হল attribute এর value. একট উদাহরণের মাধ্যমে সহজেই এটা বুঝতে পারি।
এখানে src হল attribute আর arb.jpg হল value ।
Comments
Post a Comment