ওয়েব ডিজাইন শুরু করার আগে কিছু করণীয়

ওয়েব ডিজাইন শুরু করার আগে আপনার ল্যাপটপ বা ডেক্সটপে কিছু কাজ করে নিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে তা হল, ফাইলের Extension show করিয়ে নিতে হবে। সাধারণত Extension hide করা থাকে। ল্যাপটপ বা ডেক্সটপের Folder নামক অপশনে গিয়ে view তে ক্লিক করে Hide extension থেকে টিক চিহ্নটি উঠিয়ে Apply বাটনে ক্লিক করে দিন।

Folder অপশনটি উইন্ডোজ ৭, ৮ সহ সব ভার্সনেই আছে।

Extension কি?
Extension একটা ফাইল কোন ফরম্যাটের সেটা নির্দেশ করে। mp3, mp4, avi, .htm, .html, css এগুলো প্রত্যেকটাই হল Extension  এর উদাহরণ।

Extension show করা কি জরুরী?
Extension show করাটা জরুরী এজন্যে যে এটা না করা থাকলে বুঝা যাবেনা এটা কি ধরনের ফাইল। যেমন আমরা যদি কোন গানের নামের শেষে mp3 বা mp4 লেখা দেখি তাহলে সহজেই বলে দিতে পারব যে এটা কি ধরনের ফাইল।

Root Folder কি?
ওয়েব ডিজাইন শুরু করার আগে একটা Folder তৈরি করে নিলে ভাল হয়। এর ভেতরেই আমরা আমাদের যাবতীয় html, css, js, images গুলো আলাদা আলাদা Folder বানিয়ে জমা রাখতে পারব। এতে করে কোডগুলো একটা নির্দিষ্ট জায়গাতে পাওয়া যাবে। এই আলাদা আলাদা Folder গুলো যে Folder এর ভেতরে থাকে সেটাই হল Root Folder

Text Editor 
কোড লেখার জন্য Text Editor এর প্রয়োজন হবে। Notepad++ সেরকমই একটি Text Editor । Notepad++ ছাড়াও আরো অনেক Text Editor আছে। নতুনদের জন্য Notepad++ খুবই ভাল। এটা একটি ফ্রি সফটওয়্যার। গুগলে সার্চ দিলে সহজেই পাওয়া যাবে।

html ফাইল কিভাবে তৈরি করব?
মাউসের রাইট ক্লিক করে New তে যান। সেখান থেকে text document এ ক্লিক করুন।

এবার ফাইলটিকে save করুন। ফাইলটিকে save করার সময় ফাইল এর extension .txt কেটে .htm বা .html  লিখুন। এবার save বাটনে ক্লিক করুন। আপনি ফাইলের extension নিশ্চিতভাবে বদলাতে চান কি না সেটা যাচায়ের জন্য একটা pop up মেনু আসবে। সেটাকে ok করে দিন। 

এখন text document ফাইলটি html এ convert হয়ে কোডিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার ফাইলটির উপর cursor রেখে রাইট ক্লিক করে edit with notepad এ ক্লিক করুন। এবার আপনি আপনার কোড লেখা শুরু করতে পারেন।

পরের ব্লগ থেকে ওয়েব ডিজাইন কিভাবে করতে হবে সে সম্পর্কে বলা হবে। শেখার জন্য সঙ্গেই থাকুন।

Comments

Post a Comment

Popular posts from this blog

Class 1: HTML tag, attribute, value কি?

HTML কি?