HTML কি?

             

HyperText MarkUp Language এর সংক্ষিপ্ত রূপ হল HTML । এখন প্রশ্ন হচ্ছে HyperText মানে কি? সহজভাবে বলতে গেলে HyperText মানে হল collection of Text. যা দেখতে অনেকটা অন্যান্য text file এর মতই। এই ধরনের ফাইলের শেষে .htm বা .html extension থাকে, যা ফাইলের ফরম্যাট চিহ্নিত করে।

HTML এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরী করতে পারবেন।  HTML MarkUp একটা ওয়েবসাইটের গঠনপ্রণালী বর্ণনা করে। HTML elements হল একটা ওয়েব পেইজ তৈরীর উপাদান যা Tag দ্বারা চিহ্নিত করা হয়। যেমন html, head, body, h1, p, div ইত্যাদি।

 HTML শেখা খুবই সহজ এবং উপভোগ্য। যে কেউ এটা শিখতে পারে। তবে ইংরেজী পড়ার এবং লেখার মত জ্ঞান অবশ্যই থাকতে হবে।

HyperText কিভাবে লিখব?
HyperText লিখার জন্য কিছু Text Editor রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল Notepad, Notepad++, Sublime, Atom, Vim. এর যেকোন একটি ব্যাবহার করে HyperText লেখা যায়।



Comments

Popular posts from this blog

Class 1: HTML tag, attribute, value কি?

ওয়েব ডিজাইন শুরু করার আগে কিছু করণীয়